ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ

ঢাকা: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা এক জরুরি বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে বাংলাদেশ ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

বুধবার (২ মার্চ) ইউক্রেনে রুশ সেনাদের সরিয়ে নেয়ার লক্ষ্যে আয়োজিত সাধারণ পরিষদের এই বৈঠকে অংশ নেয় ১৯৩টি দেশ। এর মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, কিউবা, নিকারাগুয়াসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ ৫টি দেশ।

দক্ষিণ এশিয়ায় নেপাল জাতিসংঘের এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর রাশিয়ার পক্ষে ভোট দেয় বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে অবস্থান করলেও জাতিসংঘের এই বিতর্কে অংশ নেননি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।