কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী নাজমুল রহমানের (২৭) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ০১ মার্চ সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল
আরোহী নাজমুল ও তার বন্ধু জুবায়ের গুরুতর আহত হন।
নিহত নাজমুল উপজেলার শুম্ভুপুর স্টেডিয়ামপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি থেকে ছুটিতে দেশে এসে বিয়ে করেন নাজমুল। বিয়ের পর ছুটি শেষ হলে তার ইতালিতে ফিরে যাওয়ার কথা ছিল। গত ০১ মার্চ সন্ধ্যার দিকে
নাজমুল ও তার বন্ধু জুবায়ের মোটরসাইকেল করে চা পান করতে বের হন। পথে গাজিরটেক এলাকায় একটি মালবাহী ট্রাকচাপায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহী নাজমুল ও জুবায়ের গুরুতর আহত হন। আহত দু’জনতে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালের দিকে নাজমুলের মৃত্যু হয়।
নাজমুলের মামা শ্বশুর মিলাদ হোসেন অপু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসআরএস