ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনারোধে গাড়ির হেডলাইটে কালো রং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
দুর্ঘটনারোধে গাড়ির হেডলাইটে কালো রং

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেডলাইটের উপরের অংশে কালো রং দেওয়া শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ।

বাগেরহাটের জেলা প্রশাসন ও বাগেরহাট বিআরটিএ যৌথভাবে এ কর্মসূচি শুরু করেছে।

পরে বিআরটিএ বাগেরহাট সার্কেলের উপ-পরিচালক মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকশি, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি অম্বরিশ রায়,  সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, বাগেরহাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান, বিআরটিএ বাগেরহাটের মটরযান পরিদর্শক ফরহাদ হোসেন, রনজিৎ হালদার, বাগেরহাট সরকারি পিসি কলেজের রোভার স্কাউট লিডার শেখ শামিম হাসান, সিনিয়র গার্ল ইন-রোভার কামিনী সুলতানা,বিএনসিসির ল্যান্স কর্পোরাল শুভ হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, রাতে সড়কে গাড়ি ও মোটরসাইকেল চালানোর সময় হেডলাইটের আলো উপরে উঠানো থাকার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের চোখে আলো লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া চালকের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা, ত্রুটিপূর্ণ রাস্তা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।