সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথে (সওজ) এর ভ্রাম্যমান আদালত।
বৃহস্প্রতিবার (০৩ মার্চ) সকালে থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রীমোড়ের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো কামরুজ্জামান মিয়া।
এ সময় বাইপাইল এলাকায় জাতীয় হকার্স লীগ নামের একটি সংগঠনের অফিসসহ প্রায় অর্ধশত টিন সেড স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথের মানিকগঞ্জ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরাফাত সাকলায়েন বাংলানিউজকে বলেন,আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪০-৫০ টির মতো বাস কাউন্টার ও ১০-১২ টির মতো টঙ দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে। এতে সড়কের প্রায় এক থেকে দেড় একর জমি উদ্ধার হয়েছে। আগামীতে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রার এলাকার নবীনগর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. নাইমুল ইসলামসহ আশুলিয়া থানার পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা,মার্চ ০৩, ২০২২
এসএফ/এসআইএস