ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
সালথায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার গ্রেফতার পাঁচজন

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০৩ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- উপজেলার কামাইদিয়া গ্রামের মিরান শেখের ছেলে এনামুল শেখ (১৮), একই গ্রামের মোতালেব শেখের ছেলে মিজানুর শেখ (২৬), হারান করের ছেলে শ্যামল কর (২২), জাকু সরদারের ছেলে ইমরান সরদার (২৫) ও শামচেল মোল্যার ছেলে এমদাদুল মোল্যা (২২)।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, গ্রেফতার ওই পাঁচজনকে বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।