ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্যানেল মেয়রের ছেলে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
প্যানেল মেয়রের ছেলে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার রফিকুল ইসলাম রুবেল

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিস) প্যানেল মেয়র, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে (৪২) ইয়াবা এবং হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।  

এর আগে, বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বর, বি-ব্লক মিল্লাত ক্যাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১ পুরিয়া হেরোইন ও ৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।  

এ বিষয়ে প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা জানান, গ্রেফতার রুবেল আমার ছেলে।

পল্লবী থানা উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বুধবার মাদকসহ রুবেল নামের একজনকে গ্রেফতার করেছি। তার বাবার নাম জামাল মোস্তফা।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, আসামি যেই হোক, আইনের কাছে সবাই সমান। আইন তার নিজস্ব গতিতে চলবে। মাদক কারবারি, ভূমিদস্যু ও জঙ্গিদের কোনো ছাড় হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা,মার্চ ০৩, ২০২২
এমএমআই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।