ঢাকা: রাজধানীর হাতিরঝিলে একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭ টা ১৩ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা,মার্চ ০৩, ২০২২
পিএম/এসআইএস