ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে বেবী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেল লাইনে এ ঘটনা ঘটে।

নিহত বেবী বেগম উপজেলার শিবপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হন বেবী বেগম। বেলা ১১টার দিকে শিবপুর এলাকায় কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।