ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ধামইরহাটে ট্রাকচাপায় নারী নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় খানু বেগম (৫৫) নামে ব্যাটারিচালিত একটি অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বায়েজীদ (৬) নামের একটি শিশু।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ডারকাদিঘী এলাকার এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খানু বেগম একই উপজেলার খেলনা ইউনিয়নের গোপিরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের স্ত্রী।  

স্থানীয়রা জানান, দুপুরের পর বাবার বাড়ি থেকে অটোভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন খানু বেগম। পথে ডারকাদিঘী এলাকায় ভ্যানটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে নিহত হন খানু বেগম। এ ঘটনায় আহত হয় একটি শিশু।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।