ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ১৭০০ ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
বাজিতপুরে ১৭০০ ইয়াবাসহ বিক্রেতা আটক আটক মো. রাজিব খান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে এক হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. রাজিব খান (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প।

আটক রাজিব একই উপজেলার হালিমপুর ইউনিয়নের দবি পাথর এলাকার মৃত দ্বীন ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাজিতপুর উপজেলার নীলক্ষ্মী হাপানিয়া এলাকা থেকে মাদকবিক্রেতা রাজিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। আটক রাজিবের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।