ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের মৃত্যু শোকে ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
ছেলের মৃত্যু শোকে ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার অমল রায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টার ব্যবধান মা শোভা রায়েও মারা যান।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অমল রায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত ননী গোপাল রায়ের ছেলে। মৃত অমল রায় দুই সন্তানের জনক ছিলেন।  

বয়ড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বাংলানিউজকে বলেন, ছেলের মৃত্যু শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমাকে একাধিক সাংবাদিকেরা ফোন দিয়েছে তবে স্বাভাবিক মৃত্যুর কারণে পুলিশকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।