ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী বাগড়ি হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. মোক্তার হোসেন ও মামলার প্রসিকিউটর বন বিভাগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন অভিযান চালিয়ে প্রায় আট মণ ওজনের এই শাপলাপাতা মাছ জব্দ করে মাছ ব্যবসায়ী মাইনুদ্দিনকে (২২) আটক করা হয়।
এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন ওই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
এ বিষয়ে ইউএনও মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন২০১২এর ৩৪(খ)ধারা অনুযায়ী বিলুপ্তপ্রায় মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনটি