ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় ভেজাল মদের কারখানার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
রামপুরায় ভেজাল মদের কারখানার সন্ধান প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় ভেজাল মদ তৈরির করার একটি কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কারখানাটিতে অভিযান চালিয়ে ভেজাল মদ তৈরির রং, স্পিরিট ও বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে ডিএনসি।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) রাজধানীর রামপুরা এলাকায় একটি ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। কারখানাটি থেকে ভেজাল মদ তৈরির স্পিরিট, রং, ফানেল, বিভিন্ন ব্র্যান্ডের ভুয়া লেবেলসহ বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।