ঢাকা: ইউক্রেনের ওলিভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. পীযূষ দত্ত জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বাংলার সমৃদ্ধি’ পরিত্যক্ত ঘোষণা এবং নাবিকদের উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, জাহাজের মাস্টার জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে আমাদের কাছে ই-মেইল পাঠিয়েছেন।
এর আগে বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে বাংলার সমৃদ্ধি থেকে ২৮ নাবিক ও নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহসহ বাংকারে সরিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এসই/আরআইএস