ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা তুলে নিলো ফ্রান্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা তুলে নিলো ফ্রান্স

ঢাকা: বাংলাদেশকে সবুজ তালিকাভুক্ত হিসেবে বিবেচনা করে করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স।

দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত ৩ মার্চ থেকে কার্যকর হবে৷ এর ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যারা ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রেজেনেকা এবং  জনসনের ভ্যাকসিন দিয়েছেন তাদের ফ্রান্সে পৌঁছানো এবং ত্যাগ করার জন্য আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না।

 

বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।

এদিকে, বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা থাকবে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো।  

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।