ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছেলের হাতে বীর মুক্তিযোদ্ধা খুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
সিলেটে ছেলের হাতে বীর মুক্তিযোদ্ধা খুন 

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছেলের হাতে খুন হয়েছেন আব্দুল আজিজ (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা। এ ঘটনায় ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার দায়ে আটক জসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে বাবা-ছেলের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম কুড়াল দিয়ে বাবাকে আঘাত করেন। আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং জসিমকে আটক করেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।