কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরির কারখানা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আটক দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে পাঁচটি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এসব অস্ত্র মাদকপাচার, দস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসবি/এনটি