ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৭ জেলের জেল-জরিমানা, মাছ-জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ভোলায় ৭ জেলের জেল-জরিমানা, মাছ-জাল জব্দ

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় মাছের অভায়াশ্রমে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহ আহমেদ এ দণ্ড দেন।

 

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের সহযোগিতায় মেঘনায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে ইলিশ ধরার দায়ে মেঘনার ইলিশা, কাঠির মাথা ও ভোলার খাল পয়েন্ট থেকে সাত জেলেকে আটকসহ জব্দ করা হয় ব্যবহার নিষিদ্ধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ।  

জামাল হোসাইন খান জানান, আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে এদের মধ্যে পাঁচজনকে ১০ দিনের কারাদণ্ড এবং দু’জনকে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গত তিনদিনে জেলা সদরে ৩৫ জেলের জেল-জরিমানা করা হলো। মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।