গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
শনিবার (০৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষ বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন। পরে বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন তিনি।
এ সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, সচিব আতোয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আইন কমিশনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএইচআর