ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা উনুমং মার্মা

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ির তালুকদার পাড়ায় উনুমং মার্মা (৪৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (০৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তালুকদারপাড়া এলাকার নয়াপাড়ার কাছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী উনুমং মার্মাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সূত্রে আরও জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত উনুমং মার্মা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা গংজক মার্মার ছেলে।
 
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গুলি করে উনুমং মার্মা নামে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।