ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সড়কের পাশে পড়ে ছিল পুলিশ সদস্যের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
সড়কের পাশে পড়ে ছিল পুলিশ সদস্যের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ: রাজশাহীর গোদাগাড়ীর উপজেলায় সড়কের পাশ থেকে নুর ইসলাম নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

নুর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলায়।

শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

ঘটনাটি নিশ্চিত করেছে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

ওসি কামরুল জানান, রাস্তার পাশ থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোন যানবহনের সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লাগে। এতে নুর ইসলামের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।  মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে না।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এএসআই নুর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।