ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় আলাউদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নাটোর জেলার সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বগুড়া থেকে মোটর সাইকেলযোগে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। তিনি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বালির মধ্যে পরে যান। এ সময় বগুড়া থেকে আসা প্রিমিয়ার সিমেন্টের একটি কার্ভাডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কার্ভাডভ্যান জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।