বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাকচাপায় বিক্রম বেপারী (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, গৌরনদী বাসষ্টান্ডের দক্ষিণ পাশের জামাল হোসেন বেপারীর মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি ও তার ভাতিজা বিক্রম বেপারী খাবার স্যালাইন ক্রয়ের জন্য মোটরসাইকেল নিয়ে গৌরনদী বাসষ্টান্ডে রওয়ানা হয়। দুপুর ১টার দিকে গৌরনদী বাসষ্টান্ডের কাছাকাছি পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক বিক্রম বেপরীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গয়নাঘাটা সেতুর কাছে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহাবুব হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএস/এনএইচআর