ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কারাভোগের পর মুক্তি পেলেন ১৩ ভারতীয় জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
কারাভোগের পর মুক্তি পেলেন ১৩ ভারতীয় জেলে

বাগেরহাট: অনুপ্রবেশের দায়ে আটক হওয়া ১৩ ভারতীয় জেলে ছয় মাস ২৪ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন।  

শনিবার (৫ মার্চ) দুপুরে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর পক্ষে সহকারী হাইকমিশনার সন্দ্বীপ কুমারের কাছে জেলেদের হস্তান্তর করে মোংলা থানা পুলিশ।

এর আগে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে এই জেলেদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৭), স্বর্ণা কুমার খড়া (২২), সুবোধ জানা (৬৯), কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপণ দাস (৫০), ইউনুচ আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৭)।  

এদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনায় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন, গেল ৮ আগস্ট বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ১৩ জন ভারতীয় জেলেসহ এফ বি স্বর্ণতারা নামের একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। একই দিন তাদের নামে মামলা দিয়ে বাগেরহাটে আদালতেরমাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ ছয় মাস চব্বিশ দিন কারাভোগের পর তারা আজ মুক্তি পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০৫ ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।