ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
যাত্রাবাড়ীতে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তার নাম মো. জসিম সরকার।

শনিবার (০৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।

এর আগে শুক্রবার দিনগত রাতে রায়েরবাগ এলাকা থেকে জসিমকে গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাগ এলাকায় কতিপয় মাদক বিক্রেতা অবস্থান করছে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জসিম পালানোর চেষ্টা করছিলেন। পরে তার হেফাজতে থাকা একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন-১১-২৮৮৯) বিশেষ কৌশলে রাখা ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।