ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় ঘুমন্ত অবস্থায় আগুন পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
রায়পুরায় ঘুমন্ত অবস্থায় আগুন পুড়ে শিশুর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে লাগা আগুনে পুড়ে মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন মা মাছুমা আক্তার (২৫)।

 

শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার‌ম্যান সজল হোসেন।

নিহত শিশু মাহিন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর এলাকার দুবাই প্রবাসী আকরাম হোসেনের ছেলে।

পারিবারের সদস্যরা জানান, দুই মাস আগে ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি ব্রাহ্মণেরটেক আসেন মাছুমা। গত রাতে তিনি মাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশ রুমে যান। তখন (মাটির তৈরি) ঘরে একা ঘুমাচ্ছিল শিশু মাহিন। ওই সময় ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে একটি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। পরে বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন শিশুটির মা ও নানি। দেখতে পান ঘরের ভেতর ও বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন শিশুটির মা। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর মরদেটি উদ্ধার করে।

মাছুমার কপাল, ডান হাত ও দুই পায়ের আংশিক পুড়ে গেছে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাছুমা বলেন, মাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশ রুমে গিয়েছিলাম। সেখান থেকে বিকট শব্দ শুনতে পাই। দৌঁড়ে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করেও ছেলেটাকে বাঁচাতে পারলাম না। ওই সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

রায়পুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সজল হোসেন বলেন, আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এক শিশু পুড়ে মারা গেছে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাও দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।