ঢাকা: রাজধানীর উত্তরা দক্ষিণখানের মধুবাগ মাস্টারপাড়া ইউনিসের বাড়ি নামে বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাংলানিউজকে বলেন, রাজধানীর উত্তরা দক্ষিণ খানের মধুবাগ মাস্টারপাড়া ইউনিসের বাড়ি নামক বস্তিতে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
দক্ষিণখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বাংলানিউজকে জানান, মধুবাগ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বস্তিতে টিনসেড ও কাঁচাপাকা মিলিয়ে কয়েকটি বসতবাড়ি আছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এজেডএস/আরআইএস