ঢাকা: কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) রাতে এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মামলায় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তাই এশার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়েছে।
মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি আবুল হাসান।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় গলায় ফাঁস দেন জান্নাতুল নওরিন এশা। শুক্রবার ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা!
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
পিএম/এমজেএফ