ঢাকা: রাজধানীর উত্তরা দক্ষিণখানের মধুবাগ মাস্টারপাড়া ইউনিসের বাড়ি নামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাংলানিউজকে বলেন, রাজধানীর উত্তরা দক্ষিণ খানের মধুবাগ মাস্টারপাড়া ইউনিসের বাড়ি নামক বস্তিতে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রাত পোনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন>>
>>> দক্ষিণ খানের মধুবাগ মাস্টারপাড়া বস্তিতে আগুন
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এজেডএস/আরআইএস