ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

একুশে পদকপ্রাপ্ত লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
একুশে পদকপ্রাপ্ত লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা

কুড়িগ্রাম: সমাজসেবায় বিশেষ অবদানে বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোটেক এস এম আব্রাহাম লিংকনকে ‘একুশে পদক ২০২২’ প্রদান করায় তার নিজ জেলা কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
শনিবার (৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে কুড়িগ্রাম নাগরিক সংবর্ধনা কমিটি।

 সংবর্ধনায় জেলার বিভিন্ন সংগঠনের প্রায় সহ¯্রাধিক ব্যক্তি অংশ নেন।

একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন রাষ্ট্র থেকে প্রাপ্ত পদকের ৪ লাখ টাকা ও ব্যক্তিগত আরও ১ লাখ টাকাসহ ৫ লাখ টাকা উত্তরবঙ্গ জাদুঘরে দান করবেন বলে সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন তিনি।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসিবুর রশীদ, বেরোবির কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম টুকু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলী আহমেদ, অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, বঙ্গবন্ধু পরিষদেরর সভাপতি বীর মুক্তিযোদ্দা এসএম হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, সহধর্মিণী অধ্যাপক নাজমুন নাহার সুইটিসহ বিশিষ্টজনরা।
 
অনুষ্ঠান চলাকালিন সময়ে একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিএমএ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠন, সরকারি-বেসরকারি, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।