ঢাকা: অভিনব কৌশলে জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের দুই শতাধিক এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ আটজনকে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (৫ মার্চ) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি জনান, বেসরকারি ব্যাংকের দুই শতাধিক এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ আটজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার (৬ মার্চ) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএমআই/এসআরএস