ঢাকা: বিচারকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শনিবার (৫ মার্চ) তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ধর্মীয় উগ্রবাদী জিহাদে আহ্বানকারী এবং বিচারকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
পিএম/এনএইচআর