ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবকের মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৫ মার্চ) দিনগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। সেখানে অবস্থানরত লোকজন মরদেহটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।