ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে মিলল নিখোঁজ ইজাজুলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
পটুয়াখালীতে মিলল নিখোঁজ ইজাজুলের মরদেহ

পটুয়াখালী: পটুয়াখালীতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর কিশোরগঞ্জের হাফেজ ইজাজুল ইসলামের (২০) ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার হয়।

আউলিয়াপুরের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, সকালে লোহালিয়া নদীর ভাঙ্গলী এলাকা থেকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পরে হাফেজ ইজাজুলের ভাসমান মরদেহ উদ্ধার হয়।

আউলিয়াপুর বলাইকাঠি ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের চৌকিদার  কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার হওয়ার পর সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশ পথে রয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরের লোহালিয়া-গলাচিপা নদীতে সাত বন্ধু মিলে গোলস করতে নামেন। তারা ছয়জন সাঁতরে পাড়ে এলেও, ইজাজুল স্রোতের টানে তলিয়ে যায়। এতো দিন নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।