ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রিকশার আরোহীর কাছে মিলল ৩৫০০ পিস ইয়াবা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
রিকশার আরোহীর কাছে মিলল ৩৫০০ পিস ইয়াবা!

ঢাকা: রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবাসহ সোহেল হোসেন নামে এক রিকশার আরোহীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ।

রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন।

তিনি জানান, শনিবার (৫ মার্চ ) রাতে নারিন্দা পুলিশ ফাঁড়ির এএসআই সঙ্গীয় ফোর্সসহ স্বামীবাগ সাহেব বাজার কবরস্থানের সামনে চেকপোস্টে এক রিকশার আরোহীকে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সোহেলের নামে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় মাদকসহ আরও দুটি মামলা রয়েছে। গেন্ডারিয়া থানা তার নামে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।