ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাঙারির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
রোববার (৬ মার্চ) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভাটারার বাশেরট্যাক বালুর মাঠ নয়ানগর এলাকায় সড়কের পাশে একটি ভাঙারির দোকানে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা চলছে।
দোকানের ভেতর থেকে সবাই বের হতে পেরেছে বলে জানতে পেরেছি, হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ৬ মার্চ, ২০২২
পিএম/কেএআর