ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মাশরুম চাষ ও বীজ উৎপাদন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
খাগড়াছড়িতে মাশরুম চাষ ও বীজ উৎপাদন বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে মাশরুম চাষ ও বীজ উৎপাদন বিষয়ক কর্মশালা।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে মাশরুম চাষ ও বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মমালা শুরু হয়েছে।

রোববার (০৬ মার্চ) সকালে পেরাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম।

পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা বিপেন্দু চাকমা, ইউজিডিপি প্রকল্প কর্মকর্তা তিন্দু চাকমা প্রমুখ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় আয়োজিত কর্মশালায় ৩০জন নারী আট দিনব্যাপী প্রশিক্ষণ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৬ মার্চ, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।