চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আবু সিদ্দিক (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মার্চ) রাতে দর্শনা পুরাতন বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে।
পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
আবু সিদ্দিক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত দাউদ মণ্ডলের ছেলে। তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন, বাবা রাতে জরুরি কাজে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কুড়ুলগাছি যাচ্ছিলেন। পরে জানতে পারি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে আবু সিদ্দিককে উদ্ধার করে পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএইচআর