ঢাকা: বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হয়েছে বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২২’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (০৬ মার্চ) শীতকালীন এ মহড়া শুরু হয়েছে।
আইএসপিআর জানায়, এ মহড়ায় বিমানবাহিনীর সব যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও রাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমানবাহিনীর সব সদস্য অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবে।
এ মহড়াতে বাংলাদেশ বিমানবাহিনী ছাড়াও স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এর বিভিন্ন ইউনিট অংশ নিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবাহিনীর সব যুদ্ধাস্ত্র ও জনবল এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে বিভিন্ন দুর্বলতা শনাক্ত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হবে, যা ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমইউএম/এমজেএফ