কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে আফরোজা খাতুন ওরফে পায়রা (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৬ মার্চ) সকালে উপজেলার পান্টি ইউনিয়নের ডাসা এলাকার একটি ডোবার পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আফরোজা খাতুন মৃত আতিয়ার রহমানের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আফরোজা খাতুন ধরে বাবার বাড়িতেই থাকতেন। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় পুকুরপাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষক আক্তারুজ্জামান লিটন। পরে লিটন আফরোজার ভাইকে খবর দেয়। খবর পেয়ে ভাইসহ প্রতিবেশীরা এসে আফরোজার নিথর দেহ বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
নিহতের ভাই মোহন বলেন, সকালে খবর পেয়ে বোনের মরদেহ বাড়িতে নিয়ে আসি। কিভাবে মারা গেছেন জানি না।
নিহতের চাচাতো ভাই রাকিবুল বলেন, আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত করলে মূল ঘটনা জানা যাবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ওই নারীর গলায় জোড়া ওড়না পেঁচানো ছিল। ওই অবস্থায় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এনএইচআর