সাতক্ষীরা: সাতক্ষীরায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্ত্রী রেহেনা ও পরকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (৬ মার্চ) সকাল ১০টায় খুলনা-সাতক্ষীরা সড়কের ত্রিশ মাইলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নগরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
এসময় বক্তারা গত ১ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে গোলাম মোড়লকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্ত্রী রেহেনা ও পরকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ