ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভালো আছেন, সুস্থ আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কেমন আছেন এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়া-দাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়া-দাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে শনিবার (৫ মার্চ) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
টিআর/আরবি