সাভার (ঢাকা): সাভারে নাভানা ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
রোববার (০৬ মার্চ) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় দুই তলা বিশিষ্ট সেই কারখানায় আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসিবুল হাসান বলেন, বিকেলে সোয়া ৪টার দিকে নাভানা ফার্নিচারে আগুন লাগার খবর পাই আমরা। আমাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে যায়। আরও দুটি ইউনিট ট্যানারি ফায়ার ইউনিট থেকে এসেছে।
আগুনের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মী।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসএফ/এমজেএফ