কিশোরগঞ্জ: ২২ বছর ধরে মো. আকবর আলী ভূঁইয়া নামে এক প্রধান শিক্ষকের বেতন ভাতাদি বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রোববার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তালজাঙ্গা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির চারজন সদস্যসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুগদুল আলী, সদস্য আকবর হোসেন, সদস্য সাবান মিয়া, সদস্য সঞ্জু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, নারী নেত্রী রূপন রাণী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অন্যায়ভাবে ম্যানেজিং কমিটির সভাপতি শাহ অলিউল্লাহ জোবায়ের প্রধান শিক্ষক আকবর আলী ভুঁইয়ার বেতন ভাতাদি বন্ধ রেখেছেন। আদালত তিনবার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। এতে ওই শিক্ষক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ