ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবি 

ঝিনাইদহ: ঝিনাইদহে কলেজছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা।

রোববার (০৬ র্মাচ) সকালে শহরের কেজি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।
 
শিক্ষার্থীরা জানায়, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন তাকে জোরর্পূবক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা শহরের আরাপপুর এলাকার বাসিন্দা আশরাফুদ্দৌলা খোকন থানায় মামলা করলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করে। প্রমি সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।