ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা

নরসিংদী: নরসিংদী শহরে মন্টি দত্ত নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ মার্চ) রাতে শহরের পাতিল বাড়ি এলাকায় বালুর মাঠে এ হত্যার ঘটনা ঘটে।

 

নিহত মন্টি দত্ত উত্তর কান্দা পাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিরজ্ঞন দত্তের ছেলে। একসময় স্বর্ণের কারিগর হিসেবে কাজ করলেও সম্প্রতি তিনি বেকার জীবন যাপন করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, পাতিল বাড়ি সংলগ্ন বালুর মাঠে সন্ধ্যার পর থেকে অন্ধকারে একাধিক মাদকাসক্ত যুবক প্রতিদিনই আড্ডা দেয়। প্রতিদিনের মতো রোববারও নিস্তব্ধ অন্ধকার মাঠে আড্ডায় অংশ নেয় তারা। এসময় হঠাৎ মন্টিকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মন্টিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পর হত্যাকাণ্ডের ঘটনা বেড়িয়ে আসবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।