নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুষার আহম্মেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৬ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তুষার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ৫নং ওর্য়াডের ঘাগড়া গ্রামের একেএম সরোয়ার আলমের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় হুমায়ন মিয়ার বাসায় ভাড়া থাকতো। স্থানীয় শাহিন স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তুষারের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক হয়। ঘটনাটি বাবা-মাকে জানায় তুষার। বাবা-মা রাজি না হওয়ায় ৩-৪ দিন আগেও তুষার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন তাকে সুস্থ করে তোলা হয়। পরে রোববার ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ আমরা শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পেয়েছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে- প্যান্টের বেল্ট গলায় লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। এজন্য বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
এমআরপি/জেডএ