ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না নুরনাহারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না নুরনাহারের

বরগুনা: বরগুনার আমতলীতে বাবার বাড়ি যাওয়ার পথে পিকআপভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) সকালে পটুয়াখালী-আমতলী মহাসড়কে উপজেলার চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালকসহ পিকআপভ্যানটি আটক করেছে আমতলী থানার পুলিশ।

নিহতরা হলেন- চুনাখালি এলাকার আবুল কালামের স্ত্রী নুরনাহার (৪০) ও তার ছেলে রাকিব (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছেলেকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে যাচ্ছিলেন নুরনাহার। পথে পটুয়াখালী-আমতলী সড়ক পার হওয়ার সময় পটুয়াখালীগামী মালবাহী একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে মা-ছেলে গুরুতর আহত হয়।  

স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে আমতলী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।  

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পিকআপভ্যানসহ চালককে আটক করতে সক্ষম হয়েছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বরগুনার পটুয়াখালী-আমতলী মহাসড়কে দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আটক চালক নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইজপাড়া এলাকার নূর আহমেদ ছেলে নুর আলম (৩০)।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।