ঢাকা: রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
এর আগে, রোববার (৬ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ভাটারা কোককোলা মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা গুরুতর আহত হয়।
সখিনার স্বামী আলআমিন বাংলানিউজকে জানান, তাদের বাড়ি নেত্রোকানা জেলার কলমাকান্দা উপজেলায়। তারা ভাটারা নতুনবাজার এলাকায় ভাড়া থাকেন।
তিনি আরও জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী। রোববার রাতে ভাটারা কোককোলা মোড়ে ঝাড়ু দেওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সখিনা গুরুতর আহত হয়। পরে সখিনাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এজেডএস/এএটি