ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
মানিকগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বাংগড়া এলাকায় বাসের ধাক্কায় রহিজ উদ্দিন নামে বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার বাংগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রহিজ উদ্দিন সদর উপজেলার বেতিলা ইউনিয়নের নালড়া গ্রামের গাজী নাসির উদ্দিনের ছেলে।  তিনি ইটের ব্যবসা করতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাইসাইকেলে করে বিটি ব্রিকসে যাচ্ছিলেন রহিজ। পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।